সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও আলোচনায় এসেছেন তরুণ অভিনেত্রী সামিরা খান মাহি। বুধবার (১৩ আগস্ট) ফেসবুকে প্রকাশিত কয়েকটি ছবিকে কেন্দ্র করে শুরু হয় এই আলোচনা। সবুজ কোর্ট পরে, চোখে চশমা, অফিস টেবিলে বসা অবস্থায় তোলা সেই ছবিগুলো শেয়ার করে মাহি ক্যাপশনে লেখেন, ‘আসছে সুইট কলিগ’, যা ছিল নতুন নাটকের প্রচারণার অংশ।
কিন্তু নাটকের প্রচারণার জন্য তোলা ছবিগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর অনেকেই মন্তব্য করতে শুরু করেন এবং কেউ কেউ মাহিকে পর্ন তারকা মিয়া খলিফার সঙ্গে তুলনা করে ট্রল করতে থাকেন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন মাহি।
তিনি বলেন, ‘আমাকে ওর সঙ্গে তুলনা করছে, এটা কোনো সমস্যা নয়। কিন্তু তারা তুলনা করছে নেতিবাচক উপায়ে এটাতেই আমার আপত্তি। মিয়া খলিফা ভিন্ন মানুষ, তার নিজস্ব জীবন ও পেশা আছে। সে কী করবে না করবে, সেটি সম্পূর্ণ তার বিষয়। তাকে নিয়ে আমাদের মাথাব্যথার কিছু নেই। সুতরাং তাকে টেনে এনে আমাকে আক্রমণ করা একেবারেই অনুচিত।’
মাহির মতে, ‘এ ধরনের চিন্তা সুস্থ মানুষের মাথায় আসার কথা নয়। মূলত সেক্সুয়ালি হতাশাগ্রস্ত মানুষ ছাড়া কেউ এভাবে ভাবতে পারে না।’
পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি পোস্ট দেন। সেখানে মাহি লেখেন, ‘একজোড়া চশমা দেখে কারও কারও ভিন্নভাবে মনে হতে পারে, কিন্তু আমার জন্য এটি শুধুই অফিস লুকের অংশ। প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। ফ্যাশন ও স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।’
ভাইরাল ছবিগুলো নিয়ে নেতিবাচক মন্তব্যের পরও দৃঢ় অবস্থানে রয়েছেন এই অভিনেত্রী। তার বক্তব্য, একজন শিল্পীর কাজের মূল মূল্যায়ন হওয়া উচিত অভিনয় ও সৃষ্টিশীলতায়, ব্যক্তিগত লুক বা স্টাইলকে বিকৃতভাবে বিচার করে নয়।