Ridge Bangla

আমরা সংস্কারগুলো আদায় করে ছাড়ব: ডা. শফিকুর রহমান

সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কারগুলো আদায় করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা যে সংস্কারের কথা বলেছি, তা ইনশাআল্লাহ আদায় করব। সুষ্ঠু নির্বাচনও আদায় করব।”

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রংপুর মহানগর ও জেলা জামায়াত এই জনসভার আয়োজন করে।

শফিকুর রহমান বলেন, “কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের কায়েম করা নির্বাচনের স্বপ্ন দেখে, আমরা মহান আল্লাহর সাহায্যে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করব। কোনো প্রশাসনিক ক্যু, মাস্তানতন্ত্র বা কালো টাকার খেলা চলতে দেওয়া হবে না।”

তিনি অভিযোগ করে বলেন, “নির্বাচন ঘিরে নানা ষড়যন্ত্র, ইঞ্জিনিয়ারিংয়ের আলামত আমরা বুঝতে পারছি। শেখ হাসিনা যখন দোর্দণ্ড প্রতাপশালী ছিলেন, তখনও জনগণের জাগরণ তাকে রক্ষা করতে পারেনি। এবারও জনগণ আর কোনো ফ্যাসিবাদ কায়েম করতে দেবে না।”

জামায়াতের আমির আরও বলেন, “ফ্যাসিবাদ যতদিন থাকবে, ততদিন আমাদের লড়াই চলবে। ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত এ লড়াই থামবে না।”

জনসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা— এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, মোহাম্মদ সেলিম উদ্দিন প্রমুখ।

দীর্ঘ ১৭ বছর পর রংপুরে আয়োজিত এই জনসভায় রংপুর জিলা স্কুল মাঠ ও আশপাশের সড়ক উপচে পড়া মানুষের উপস্থিতিতে ভরে যায়। সভা থেকে রংপুর বিভাগের ৩৩টি আসনে জামায়াতের প্রার্থীদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়।

আরো পড়ুন