Ridge Bangla

আমরা বিচার, সংস্কার ও নতুন সংবিধান চাই: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনভিত্তিক ভাগবাটোয়ারা নয়, বরং দেশের গভীর সংস্কারই এখন সবচেয়ে জরুরি। তিনি বলেন, এনসিপি এখনও সংলাপ ও সমঝোতার পথে প্রস্তুত, তবে প্রস্তাব ফেরানো হলে জনগণ আর কাউকে ক্ষমা করবে না।

শনিবার (১২ জুলাই) সাতক্ষীরার খুলনা রোড মোড়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, “৫ আগস্ট আমরা জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলাম। বলেছিলাম সব বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশকে নতুনভাবে গড়ি। কিন্তু তারা শুধু ক্ষমতার ভাগ চেয়েছে, সংস্কারে সাড়া দেয়নি।”

তিনি আরো বলেন, “যারা পুরনো ধাঁচের রাজনীতি ও চাঁদাবাজি ধরে রাখতে চায়, তাদের জন্য সময় আর সহজ থাকবে না। এনসিপি হচ্ছে গণঅভ্যুত্থান থেকে উঠে আসা দল, আমাদের কেনা যাবে না।”

সাতক্ষীরার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ অবকাঠামোর দুরবস্থা তুলে ধরে তিনি বলেন, “৫৪ বছরেও সাতক্ষীরায় রেললাইন পৌঁছায়নি—এটা লজ্জার। জলবায়ু পরিবর্তন, উপকূল সুরক্ষা ও সুন্দরবন রক্ষায় এনসিপি অগ্রণী ভূমিকা পালন করবে।”

পথসভায় সভাপতিত্ব করেন জেলা সমন্বয়ক কামরুজ্জামান বুলু। বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মেজবাহ কামাল ও চিকিৎসক তাসনীম জারা। শ্লোগান দেন হাসনাত আব্দুল্লাহ।

সভা শুরুর আগে এনসিপি নেতারা ‘জুলাই বিপ্লব’-এ নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। পরে পদযাত্রা শেষে সাতক্ষীরা নিউমার্কেট এলাকায় দলের জেলা কার্যালয় উদ্বোধন করা হয়।

সভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, “চাঁদাবাজ নির্মূলে পাড়া-মহল্লায় সংগঠন গড়তে হবে।”

নাহিদ ইসলাম বলেন, “সাতক্ষীরার মাটি-মানুষের অধিকার রক্ষা করাই আমাদের অগ্রাধিকার।”

আরো পড়ুন