অন্তর্বর্তীকালীন সরকার এখন নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টা জানান, ইতোমধ্যে নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। এবার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকার কাজ করছে। নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং তারা প্রস্তুতি নিচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে প্রবাসীরা নতুন অভিজ্ঞতা পাবেন।
সভায় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। প্রধান উপদেষ্টা বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রবাসীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। প্রবাসীদের অনেক অভিযোগ ন্যায্য এবং সেগুলো সমাধানে ধারাবাহিক চেষ্টা চলছে। বিশেষ করে পাসপোর্ট সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধান করা হয়েছে।
তিনি আরও জানান, সরকারি সেবা প্রবাসীদের কাছে সহজে পৌঁছে দিতে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীদের এক প্ল্যাটফর্মে যুক্ত করতে একটি বিশেষ অ্যাপ তৈরি হচ্ছে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস দেশের অর্থনীতি পুনরুদ্ধারে প্রবাসীদের অবদানকে বিশেষভাবে উল্লেখ করে বলেন, বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক, আর প্রবাসীদের রেমিট্যান্স এতে বড় ভূমিকা রেখেছে। সভায় প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়, যেমন দূতাবাসে জনবল বৃদ্ধি, বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট প্লাস ভিসা, অনিয়মিত প্রবাসীদের নিয়মিতকরণ এবং বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি। এসব বিষয়ে মালয়েশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। বিভিন্ন পেশা, শ্রেণি ও সংস্থার প্রতিনিধি এ অনুষ্ঠানে অংশ নেন।