বলিউডের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনাকবলিত বিমানে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে ২৪১ জনের মৃত্যুতে গোটা ভারতজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বলিউড অঙ্গনও এই বিপর্যয়ে শোকাহত।
একটি ভিডিও ব্লগে অমিতাভ বলেন, দুর্ঘটনার সংবাদ তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে। যদিও কিছুটা বিলম্বে প্রতিক্রিয়া জানানোর কারণে তিনি সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েন, তবে তিনি তা উপেক্ষা করে পরবর্তী এক পোস্টে আরও আবেগঘন বার্তা দেন।
সেই পোস্টে তিনি লেখেন, “১৩ জুনের সকালটা আমার জন্য আরও এক দুঃসংবাদ বয়ে এনেছে। আমার খুব কাছের এক বন্ধুর ছেলে মৃত্যুবরণ করেছে।” পাশাপাশি তিনি বলেন, “আমরা শুধু প্রার্থনা করতে পারি, ঈশ্বর যেন এই শোক সহ্য করার শক্তি দেন।” পোস্টের সঙ্গে তিনি হনুমানজির একটি ছবিও যুক্ত করেন এবং লেখেন, “এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত।”
যদিও অমিতাভ বচ্চন বন্ধুর নাম উল্লেখ করেননি, অনেক নেটিজেনের ধারণা, তিনি ব্যবসায়ী ও অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী সঞ্জয় কাপুরের কথা বলেছেন, যিনি একই দিন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
অমিতাভ বচ্চনের এই সংবেদনশীল প্রতিক্রিয়া আবারও প্রমাণ করে, তিনি শুধু একজন কিংবদন্তি অভিনেতা নন, বরং একজন মানবিক ও সৌম্য ব্যক্তিত্ব, যিনি জাতীয় বিপর্যয় ও ব্যক্তিগত বেদনার মুহূর্তেও আত্মসংযম ও সহানুভূতির সঙ্গে কথা বলেন।