বরগুনার আমতলী উপজেলায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন নবজাতক। শনিবার (২১ জুন) বিকেল ৩টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কেওয়াবুনিয়া আটঘর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম জানান, নিহতরা হলেন বরগুনার সোনাখালি এলাকার বাসিন্দা আজিজুল খান, তার মেয়ে মোসাদ্দিকা আকতার এবং দাদি শাশুড়ি মোসাম্মৎ খালেদা বেগম। এছাড়া মোসাদ্দিকার মাত্র পাঁচ দিন বয়সী নবজাতক শিশুটি গুরুতর আহত অবস্থায় আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ইকরা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আজিজুল খান ও তার মেয়ে মোসাদ্দিকা। গুরুতর আহত খালেদা বেগম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি জব্দ করলেও চালক ও সহকারী পালিয়ে যায়। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।