গত বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ সংশ্লিষ্ট প্রসিকিউশন পক্ষ থেকে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়।
তদন্ত সংস্থার প্রতিবেদনে জানা গেছে, হত্যার সঙ্গে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ মোট ৩০ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাদের মধ্যে মাত্র ৪ জন বর্তমানে কারাগারে রয়েছেন, বাকি ২৬ জনই পলাতক।
চলতি বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়। পরবর্তী কার্যক্রম এখন বিচারিক প্রক্রিয়ার আওতায় চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আবু সাঈদ ছিলেন জুলাই গণ-অভ্যুত্থান সময়কার একটি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী। তার মৃত্যুকে কেন্দ্র করে শিক্ষার্থী ও নাগরিক সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিচার দাবিতে দেশজুড়ে আন্দোলন গড়ে ওঠে।