রিশালের পোর্ট রোডের একটি অভিজাত আবাসিক হোটেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় টিকটকার মাহিয়া মাহিকে এক পুরুষ সঙ্গীসহ আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শহরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি দ্রুত ভাইরাল হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাতে হোটেল রোদেলায় নিয়মিত চেকিং অভিযানের সময় কোতোয়ালি থানা পুলিশের একটি দল হোটেলে প্রবেশ করে। সেখানে একটি কক্ষে ‘স্বামী-স্ত্রী’ পরিচয়ে অবস্থানরত মাহিয়া মাহি ও তার পুরুষ সঙ্গীকে পাওয়া যায়। তাদের সঙ্গে আরও একজন তরুণী ছিলেন, যাকে পুলিশ সহযোগী হিসেবে আটক করে থানায় নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহি ও তার সঙ্গী কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পুলিশ তাদের কাছ থেকে পরিচয় যাচাই ও প্রমাণাদি সংগ্রহের পর থানায় নিয়ে আসে। কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “হোটেল রোদেলা থেকে দুইজন তরুণী ও একজন পুরুষকে থানায় আনা হয়েছে। তারা স্বামী-স্ত্রী পরিচয় দিলেও বিষয়টি যাচাই করা হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে নেই।”
থানায় তাদের আনার খবর ছড়িয়ে পড়ার পর হোটেলের সামনে একদল সাংবাদিক ছুটে যান। মাহি ও তার সঙ্গীরা সাংবাদিকদের ক্যামেরার দিকে ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কেউ কেউ ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন।
মাহিয়া মাহি ইতোমধ্যেই টিকটকে নানা বিতর্কিত কনটেন্টের জন্য আলোচনার কেন্দ্রে আছেন। অশ্লীল ও প্ররোচনামূলক ভিডিওর কারণে একাধিকবার নেটিজেনদের সমালোচনার শিকার হয়েছেন। এবার হোটেল কাণ্ড নতুন করে তার বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।