বাংলাদেশ পুলিশের চারজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)–কে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (২৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে এ আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।
বাধ্যতামূলক অবসরে পাঠানো চার কর্মকর্তা হলেন—ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিআইজি আতিকা ইসলাম, রেলওয়ে পুলিশ ঢাকার ডিআইজি মো. মাহবুব আলম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. মনির হোসেন এবং পুলিশ টেলিকম ঢাকার ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। বিধি অনুযায়ী তারা অবসরের পর সকল প্রাপ্ত সুবিধা ভোগ করবেন।
পুলিশ বাহিনীতে ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাদের বাধ্যতামূলক অবসর সাধারণত প্রশাসনিক স্বার্থে বা জনস্বার্থে কার্যকর হয়ে থাকে। তবে একসঙ্গে চারজন ডিআইজিকে অবসরে পাঠানোর ঘটনা এবারে বিশেষ গুরুত্ব পেয়েছে।
এ বিষয়ে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রশাসনিক পুনর্বিন্যাস এবং বাহিনীর কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের অভ্যন্তরে চলমান সংস্কার কার্যক্রমের অংশ হিসেবেও এই পদক্ষেপ বিবেচনা করা হচ্ছে।
উল্লেখ্য, সরকারি বিধি অনুযায়ী জনস্বার্থে সরকার যে কোনো সময় কোনো কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ক্ষমতা রাখে। তবে সাম্প্রতিক সময়ে একসঙ্গে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠানোর ঘটনা বিরল।