Ridge Bangla

আবারও সেন্টমার্টিন উপকূলে আরাকান আর্মির হানা, এবার শিকার ৪০ জেলে

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন উপকূলে মাছ শিকার করে ফেরার পথে ৪০ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্ব এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানিয়েছেন, ২০ থেকে ৩০টি ট্রলারের জেলেরা মাছ শিকার করছিল। এর মধ্যে ৫টি ট্রলারসহ ৪০ জন জেলেকে অস্ত্রের মুখে আটক করে আরাকান আর্মির সদস্যরা। ট্রলারের মধ্যে ৩টির মালিক টেকনাফের এবং ২টির মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা।

ঘটনা ঘটার পর এর তথ্য বিজিবি, কোস্ট গার্ড ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। আরাকান আর্মির ওয়েবসাইটেও এই অপহরণের তথ্য প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৩টি ট্রলারসহ ৮১ জন জেলেকে ইতিমধ্যেই অপহরণ করেছে সশস্ত্র গোষ্ঠীটি। ২০২৪ সালের ডিসেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে মোট ৩২৫ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে আরাকান আর্মি।

এর মধ্যে ১৮৯ জন জেলে ও ২৭টি নৌযান বর্ডার গার্ড বাংলাদেশের মাধ্যমে উদ্ধার করে ফিরিয়ে আনা হয়েছে। এখনো সন্ধান না পাওয়া ও ফেরত না আসা জেলেদের ব্যাপারে স্বজনদের দুশ্চিন্তা বাড়ছে প্রতিনিয়ত। ব্যাপারটির সমাধান করে স্বজনদের দেশে ফিরিয়ে আনতে সরকার ও প্রশাসনকে যথাযথ উদ্যোগ নিতে অনুরোধ জানাচ্ছেন তারা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন