বলিউড তারকা মালাইকা আরোরা সবসময়ই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে—কখনো প্রেম, কখনো বিচ্ছেদ, আবার কখনো নতুন গুঞ্জনে। অভিনেতা আরবাজ খানের সঙ্গে দীর্ঘ ১৮ বছরের সংসারের ইতি টেনে ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তার। এরপর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে প্রেমে জড়ান মালাইকা, যা প্রায় ছয় বছর স্থায়ী হয়েছিল। তবে সম্প্রতি সেই সম্পর্কও ভেঙে গেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে মালাইকা নতুন করে আলোচনায় আসেন। সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেন—তিনি কি আবার বিয়ের কথা ভাবছেন? জবাবে মালাইকা লাজুক হেসে বলেন, “বলা যায় না। আমি সবসময়ই রোমান্টিক, ভালোবাসায় বিশ্বাস করি। তাই হয়তো।” তার এই মন্তব্যেই বলিউডে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি আবারও বিয়ে করতে যাচ্ছেন তিনি?
মালাইকা সাক্ষাৎকারে আরও বলেন, “প্রতিটি মেয়েরই বিয়ের আগে সময় নেওয়া উচিত। অন্তত আমি আমার ছোটবেলার মালাইকাকে বলব নিজেকে গড়ে তোলো, কাজ করো, তারপর বিয়ে করো।” ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতার ছাপই যেন ফুটে উঠেছিল তার কথায়।
অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক ভাঙার পর মালাইকার নাম একসময় শোনা গিয়েছিল ক্রিকেটার কুমার সাঙ্গাকারার সঙ্গেও, যদিও সে গুঞ্জন সত্যি প্রমাণিত হয়নি। অর্জুন-মালাইকার প্রেমে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছিল বয়সের পার্থক্য নিয়ে। মালাইকা অর্জুনের চেয়ে প্রায় দশ বছরের বড় হলেও দুজনেই এসব সমালোচনায় কর্ণপাত করেননি।
সম্পর্কের সময় অর্জুন মালাইকার বান্দ্রার ফ্ল্যাটের কাছেই প্রায় ২০ কোটি রুপি দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন। তবে প্রেমের অধ্যায় শেষ হলেও বন্ধুত্ব অটুট রয়েছে। মালাইকার সৎ বাবার মৃত্যুর সময় অর্জুনকে পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল।
সব মিলিয়ে, মালাইকার এক কথাতেই বলিউডে ফের গুঞ্জন উঠেছে—তিনি কি তবে আবারও বিয়ের পথে হাঁটতে চলেছেন?