ছোট পর্দায় একসময় রাজত্ব করেছেন আফরান নিশো। নাটকে তার উপস্থিতি মানেই ছিল দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ। তবে ২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর থেকে নাটকে আর নিয়মিত দেখা যায়নি তাকে। বর্তমানে নিশোর উপস্থিতি সীমাবদ্ধ সিনেমা ও ওয়েব সিরিজে।
সেই ধারাবাহিকতায় এবার তিনি আসছেন নতুন একটি ওয়েব সিরিজে, যার নাম ‘আঁকা’। প্রথমে সিরিজটির নাম ছিল ‘আজাদ’, তবে পরে তা পরিবর্তন করে রাখা হয়েছে ‘আঁকা’। পরিচালনায় আছেন ভিকি জাহেদ। এই সিরিজে নিশোর বিপরীতে দেখা যাবে উপস্থাপক ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলাকে। এই জুটিকে সর্বশেষ ২০১৯ সালে নাটক ‘চিহ্ন’-তে দেখা গিয়েছিল। পাঁচ বছর পর ‘আঁকা’ দিয়ে আবারও পর্দায় ফিরছেন তারা।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, ‘আঁকা’ একটি ড্রামা-থ্রিলার-সাসপেন্সধর্মী গল্প। ঈদুল আজহার আগেই এর শুটিং শুরু হয়ে সম্প্রতি তা শেষ হয়েছে। নিশো জানান, “আমার ও নাবিলার আগের কাজগুলো দর্শকদের ভালো লেগেছিল। আশা করি, এই সিরিজটিও ভালো লাগবে। অনেক যত্ন নিয়ে কাজটি করা হয়েছে।”
নিশোর সর্বশেষ ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’ প্রত্যাশামতো সাড়া ফেলতে পারেনি। তবে ‘আঁকা’ নিয়ে তিনি বেশ আশাবাদী। প্রেম, রহস্য এবং মানবিক টানাপড়েনে মোড়ানো এই সিরিজটি শিগগিরই কোনো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে বলে জানা গেছে।