ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ বাজেটের প্রজেক্ট হতে যাচ্ছে অ্যাটলি কুমার পরিচালিত ‘এএ২২×এ৬’। এই ৮০০ কোটি রুপি বাজেটের সিনেমায় মুখ্য চরিত্রে থাকছেন ‘পুষ্পা’ খ্যাত সুপারস্টার আল্লু অর্জুন। তার বিপরীতে অভিনয় করবেন রাশমিকা মান্দানা, যিনি আবারও তার অনুরাগীদের হৃদয় কাঁপাতে প্রস্তুত।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘জাওয়ান’-এর নির্মাতা অ্যাটলি এবার আল্লু অর্জুনের সঙ্গে জুটি বেঁধে এক অনন্য সিনেমাটিক মহাকাব্য নির্মাণ করছেন। ছবিটির শুরুতে নায়িকা হিসেবে দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর ও মৃণাল ঠাকুরের নাম আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত রাশমিকা মান্দানাই নিশ্চিত হয়েছেন।
ভিন্নরকম রসায়ন ও চরিত্র
পিঙ্কভিলার বরাতে জানা গেছে, রাশমিকা মান্দানা এখানে এক সাহসী, ভিন্নধরনের চরিত্রে অভিনয় করবেন। ইতিমধ্যেই তিনি লস অ্যাঞ্জেলেসে পরিচালক অ্যাটলির সঙ্গে লুক টেস্ট সম্পন্ন করেছেন। প্রি-প্রোডাকশন শুরু হয়েছে পূর্ণ উদ্যমে। উল্লেখযোগ্য বিষয় হলো, ‘পুষ্পা’র রোম্যান্সের ছায়া এড়িয়ে এবার আল্লু-রাশমিকার রসায়ন হবে সম্পূর্ণ নতুন।
বহুবিশ্বের কাহিনি, বিশাল প্রযুক্তি বিনিয়োগ
‘এএ২২×এ৬’ কে ভারতের নিজস্ব ‘অ্যাভাটার’ বলা হচ্ছে। দুটি ভিন্ন ইউনিভার্সকে কেন্দ্র করে গড়ে উঠবে কাহিনি। প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে আল্লু অর্জুনকে। ছবিটি হবে সায়েন্স-ফিকশন ও অ্যাকশন ঘরানার, যেখানে প্রযুক্তির ব্যবহারে থাকবে বিশালত্ব।
বাজেট, পারিশ্রমিক ও প্রস্তুতি
সান পিকচার্স প্রযোজিত এই সিনেমার বাজেটের মধ্যে ২০০ কোটি রুপি খরচ হবে শুটিংয়ে, আর ২৫০ কোটি রুপি ভিএফএক্সে। আল্লু অর্জুন পারিশ্রমিক হিসেবে নেবেন ১৭৫ কোটি রুপি এবং ১৫ শতাংশ লভ্যাংশ। পরিচালক অ্যাটলি নেবেন ১০০ কোটি রুপি, যা ভারতের কোনো পরিচালকের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক।
সম্প্রতি চেন্নাইয়ে প্রযোজক কালানিথি মারনের সঙ্গে বৈঠকে অংশ নেন আল্লু অর্জুন ও অ্যাটলি। এরপর তারা যুক্তরাষ্ট্রের বিখ্যাত ভিএফএক্স স্টুডিওতে হলিউডের আর্ট ডিরেক্টর জোস ফার্নান্দেজের সঙ্গে বৈঠক করেন, যেখানে ভিজ্যুয়াল স্পেশাল ইফেক্টের পরিকল্পনা চূড়ান্ত করা হয়।
সকল প্রস্তুতির ইঙ্গিত স্পষ্ট—আবারও ঝড় তুলতে প্রস্তুত আল্লু ও রাশমিকা।