শ্রীলঙ্কার কলম্বোয় গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানের রুদ্ধশ্বাস জয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ দল। তবে জয়েও স্বস্তিতে নেই টাইগার শিবির। কারণ, সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শান্ত পেশিতে টান অনুভব করছেন। তাকে আইস থেরাপি দেওয়া হয়েছে এবং ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানান, “শান্ত আপাতত বিশ্রামে আছেন, বরফ সেঁক দেওয়া হচ্ছে। আগামী ২৪ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।”
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেও কোমরের চোটে ভুগছিলেন শান্ত। পুনর্বাসনের মাধ্যমে চোট কাটিয়ে মাঠে ফিরলেও এবার আবার পুরনো সেই চোট মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে চলমান সিরিজ শুরুর আগেই ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছেন শান্ত। টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়েছেন এবং টেস্ট সিরিজ শেষে সরে দাঁড়িয়েছেন টেস্ট অধিনায়কত্ব থেকেও। তবে ফর্মের বিচারে ওয়ানডে ফরম্যাটে তিনিই ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার।
তাই সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে শান্ত খেলতে না পারলে সেটা হবে বাংলাদেশের জন্য বড় ধাক্কা। শান্ত ছিটকে গেলে একাদশে জায়গা পেতে পারেন নাঈম শেখ। ব্যাট হাতে সুযোগ মিলতে পারে উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাসেরও।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৮ জুলাই, পাল্লেকেলেতে। সিরিজ এখন ১-১ সমতায় থাকায় ম্যাচটি হয়ে উঠেছে ‘অঘোষিত ফাইনাল’। তার আগেই শান্তর চোট দলে ছড়িয়েছে দুশ্চিন্তার ছাপ।