দেশে আবারও এক-এগারোর (১/১১) মতো পরিস্থিতির পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। যদিও তিনি তার এই মন্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দেননি।
তার ওই পোস্টে তায়েফুর রহমান নামে একজন মন্তব্য করে জানতে চান, “১/১১-এর আগে রাস্তা ও রাজনীতির যে প্রেক্ষাপট ছিল, আজ তা দৃশ্যমান নয়। একবাক্যে এমন মন্তব্য কেন?” এর জবাবে মাহফুজ আলম লেখেন, “দৃশ্যমান হচ্ছে, হবে।”
একই পোস্টে মাহবুব হাবিব নামে আরেকজন মন্তব্য করেন, “১/১১ এখন একটি রাজনৈতিক মডেল, যার রূপ ও কৌশল বদলেছে, কিন্তু মূল কাঠামো গণতন্ত্রহীনতা ও শাসনযন্ত্রের নিপীড়ন।” এর উত্তরে মাহফুজ আলম বলেন, “সেটাই পুরাতন বন্দোবস্ত। নতুন বন্দোবস্তের লড়াই দীর্ঘ, শর্টকাট নেই।”
পরে রাতে দেওয়া আরেকটি পোস্টে তথ্য উপদেষ্টা বলেন, “জুলাই আমাদের সবার। দলীয় বিভাজনের কারণে জুলাই অভ্যুত্থানে কারো অবদান অস্বীকার করা উচিত নয়।” তিনি উল্লেখ করেন, শিবির, ছাত্রদল, বাম ছাত্র সংগঠন, আলেম-উলামা, শ্রমজীবী, নারী, অভিভাবক, স্কুল-কলেজ শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিকরা ওই গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি আরও বলেন, “ছাত্রলীগের একাংশও বিদ্রোহ করে অভ্যুত্থানে যুক্ত হয়েছিল। পেশাজীবী, সাংস্কৃতিক কর্মী, প্রবাসী শ্রমিক ও সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা জনগণকে উদ্বুদ্ধ করেছেন। জুলাইয়ে জনগণের লড়াইয়ে কারো অবদান অস্বীকার করা চলবে না।”
তথ্য উপদেষ্টার এই মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক অস্থিরতা এবং এক-এগারোর ছায়া প্রসঙ্গে তার এমন মন্তব্যকে অনেকেই গভীর পর্যবেক্ষণের ইঙ্গিত হিসেবে দেখছেন।