Ridge Bangla

“আবদুল রাজ্জাককে বিয়েও করেছি নাকি!”, গুজব নিয়ে মুখ খুললেন তামান্না ভাটিয়া

দুই বছরের প্রেমের সম্পর্ক শেষে অভিনেতা বিজয় ভার্মারের সঙ্গে বিচ্ছেদ। এরপর থেকেই আলোচনার কেন্দ্রে দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বিজয়ের সঙ্গে বিচ্ছেদের পেছনে বিয়ের ইচ্ছা থাকলেও সাড়া না পাওয়ায় সম্পর্ক ভেঙে যায় বলে গুঞ্জন। শুধু তাই নয়, অতীতে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি এবং পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আবদুল রাজ্জাকের সঙ্গেও তামান্নার নাম জড়িয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই গুজবগুলো নিয়ে স্পষ্ট মন্তব্য করেন তামান্না। বিরাট কোহলির সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, “খুবই খারাপ লেগেছিল, কারণ ওর সঙ্গে আমার জীবনে মাত্র একবার দেখা হয়েছিল।” তিনি জানান, ২০১০ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম ও শেষবারের মতো বিরাটের সঙ্গে দেখা হয়। সেসময় শুটিংয়ের একটি ছবি ভাইরাল হলে নানা গুঞ্জন শুরু হয়, কিন্তু তাদের মধ্যে আর কখনও যোগাযোগ হয়নি বলেই জানান তিনি।

সবচেয়ে আলোচিত গুজবগুলোর একটি ছিল পাকিস্তানের সাবেক ক্রিকেটার আবদুল রাজ্জাককে তামান্নার বিয়ে করার খবর। কয়েক বছর আগে একটি গয়নার দোকানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে গোপনে বিয়ের গুঞ্জন।

এ বিষয়ে তামান্না মজার সুরে বলেন, “নেটপাড়া সত্যিই মজার। দাবি উঠেছিল আমি নাকি আবদুল রাজ্জাককে বিয়েও করে ফেলেছি!”

তিনি আরও বলেন, “স্যার (আবদুল রাজ্জাক), আমি সত্যিই দুঃখিত। আপনার তো সন্তানও রয়েছে। এসব গুজব আপনার জীবনে কতটা প্রভাব ফেলেছে, ভাবলেও অস্বস্তি হয়।”

সম্পর্কভিত্তিক গুজব নিয়ে বিরক্ত তামান্না বলেন, “মানুষ কোনো সত্যতা ছাড়াই গল্প বানিয়ে দেয়। এটা খুবই অদ্ভুত। তবে মানুষ কী ভাববে, সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।”

আরো পড়ুন