আফগানিস্তানের তালেবান সরকার ব্রিটিশ জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘পিকি ব্লাইন্ডার্স’–এর অনুকরণে পোশাক পরা চার তরুণকে আটক করেছে। অভিযোগ আনা হয়েছে, তারা ‘বিদেশি সংস্কৃতি প্রচার’ করছেন।
আসগর হুসিনি, জলিল ইয়াকুবি, আশোর আকবরী ও দাউদ রাসা নামে চার তরুণ তালেবান পুলিশের হেফাজতে আটক হন। তাদের একটি গ্রুপ ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যাতে তারা লম্বা কোট, ফ্ল্যাট ক্যাপ ও থ্রি–পিস স্যুট পরিহিত অবস্থায় ছিলেন ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজের শেলবি পরিবারের স্টাইলের সঙ্গে মিল রেখে। নেটিজেনরা তাদেরকে রসিকতা করে ‘জিব্রাইল শেলবি’ বলে অভিহিত করতে শুরু করেন।
তারা ‘হেরাত মাইক’ নামক একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জানান, ধারাবাহিকটির ফ্যাশনে মুগ্ধ হয়েই তারা এ ধরনের পোশাক পরা শুরু করেন। স্থানীয় মানুষদের কাছ থেকেও তারা ইতিবাচক সাড়া পেয়েছিলেন।
তালেবানের পাপ ও পুণ্যবিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফুল ইসলাম খাইবার বলেছেন, এই পোশাক ও আচরণ ‘ইসলামী মূল্যবোধ ও আফগান সংস্কৃতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ’। তিনি একটি ভিডিও প্রকাশ করেন, যাতে তরুণদের একজনকে অনুশোচনা প্রকাশ করতে দেখা যায়। তবে তিনি দাবি করেন, তরুণদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়নি; শুধু তলব করে ‘পরামর্শ’ দেওয়া হয়েছে।