গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে সৃষ্ট মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে দেশটির ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। মানবিক সহায়তার অংশ হিসেবে বিজিএমইএ ভূমিকম্পে দুর্গতদের জন্য দুই হাজার পোশাক অনুদান হিসেবে প্রদান করেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠনটির ভারপ্রাপ্ত সচিব মেজর (অব.) মো. সাইফুল ইসলাম অনুদানকৃত পোশাক প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগের জয়েন্ট অপারেশনসের জিএসও-২ (নৌ) লেফটেন্যান্ট কমান্ডার ফরিদুজ্জামান খানের হাতে তুলে দেন। এ সময় বিজিএমইএর সিনিয়র অতিরিক্ত সচিব (ক্রাইসিস ম্যানেজমেন্ট) মুনসুর খালেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, ছয় দশমিক শূন্য মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত দুই হাজার দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং তিন হাজারের বেশি আহত হয়েছেন। ধসে পড়েছে আট হাজারেরও বেশি ঘরবাড়ি। এতে খাদ্য, পানি, আশ্রয় ও জরুরি চিকিৎসার ঘাটতি তৈরি হয়ে ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে।
বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে ইতিমধ্যেই আফগানিস্তানে জরুরি মানবিক সহায়তা পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানে খাদ্য, বস্ত্র ও চিকিৎসাসামগ্রী পাঠানো হবে। এ উদ্যোগে অংশীদার হিসেবে বিজিএমইএ তাদের মানবিক দায়িত্ব পালন করছে।
বিজিএমইএ বিশ্বাস করে, এই সহায়তা আফগান ভাই-বোনদের প্রতি বাংলাদেশের সংহতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাই কেবল এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে বড় ভূমিকা রাখতে পারে।