আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনে ৭০ জন প্রার্থীর শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুনানি শেষে ৫৭ জনের আপিল মঞ্জুর হওয়ায় তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ইসি সূত্রে এ তথ্য জানানো হয়। ইসির তথ্যমতে, বিভিন্ন কারণে সাতজন প্রার্থীর আপিল নামঞ্জুর করা হয়েছে। পাশাপাশি ছয়জন প্রার্থীর আপিল পরবর্তী শুনানির জন্য পেন্ডিং রাখা হয়েছে। পেন্ডিং থাকা প্রার্থীদের নির্দিষ্ট সময়ে পুনরায় হাজির হতে বলা হয়েছে।
এদিকে শনিবার (১০ জানুয়ারি) বিবেচনাধীন থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিল রোববার মঞ্জুর করা হয়। ফলে ওই আসনে তার প্রার্থিতা বৈধতা পায়।
উল্লেখ্য, গত শনিবার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশনে আপিল শুনানি শুরু হয়েছে, যা চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রথম দিনে ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। ইসি জানিয়েছে, আগামী সোমবার (১২ জানুয়ারি) ১৪১ থেকে ২১০ নম্বর আপিল এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। কমিশন আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই সব আপিল নিষ্পত্তি করে নির্বাচনী কার্যক্রমের পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া সম্ভব হবে।