Ridge Bangla

আন্তর্জাতিক মানের নিরাপত্তায় ‘এয়ার গার্ড বাংলাদেশ’ নামে নতুন বাহিনী গঠনের উদ্যোগ

দেশের বিমানবন্দরগুলোতে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘এয়ার গার্ড বাংলাদেশ’ (এজিবি) নামে একটি নতুন বাহিনী গঠনের পরিকল্পনা করছে। এই বাহিনীটি প্রথমে একটি বিশেষ ইউনিট হিসেবে কাজ শুরু করলেও পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি পূর্ণাঙ্গ অধিদপ্তরে রূপান্তরিত হবে।

ইতোমধ্যে এর কার্যকারিতা ও প্রয়োজনীয়তা যাচাই করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) এর নেতৃত্বে ১২ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। গত ৩১ আগস্ট গঠিত এ কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, অর্থ, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি রয়েছেন। তাদের মূল দায়িত্ব হলো ‘এজিবি’ গঠনের যৌক্তিকতা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত সুপারিশ তৈরি করা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন এই বাহিনী গঠনের একটি প্রস্তাব স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পৌঁছেছে। প্রস্তাবটির কার্যকারিতা ও প্রয়োজনীয়তা যাচাই করতেই কমিটি কাজ শুরু করেছে। বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বলেন, “আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও)-এর মানদণ্ড অনুযায়ী বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা সময়ের দাবি। এ কারণেই এয়ার গার্ড বাংলাদেশ গঠন করা হচ্ছে, যাতে বিমানবন্দরগুলোতে আলাদা ও সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা যায়।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন