Ridge Bangla

আন্তর্জাতিক ব্র্যান্ডের নতুন মডেল শাকিব খান

ঢালিউডের মেগাস্টার শাকিব খান এবার আন্তর্জাতিক পণ্যের প্রচারে মডেল হিসেবে হাজির হবেন। চীনা স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি-এর নতুন বিজ্ঞাপনে দেখা যাবে তাকে। ইন্ডিরিলস প্রোডাকশন হাউসের ব্যানারে বিজ্ঞাপনটি নির্মাণ করবেন সামিউর রহমান, আর শাকিবের মাধ্যমেই উপস্থাপিত হবে ব্র্যান্ডের নতুন প্রচারণা।

জানা গেছে, বিজ্ঞাপনের শুটিং অনুষ্ঠিত হবে আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর। রাজধানীর বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণ করা হবে। নির্মাণ শেষ হলে এটি প্রচারিত হবে দেশের টেলিভিশন চ্যানেল, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ইউটিউবসহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে। এর আগে শাকিব খান বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায় অংশগ্রহণ করেছেন। তবে এবারই প্রথম তিনি আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ডের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করছেন। নির্মাতা সামিউর রহমান মনে করছেন, শাকিবের উপস্থিতি ও জনপ্রিয়তার কারণে নতুন বিজ্ঞাপনটি দর্শকদের মধ্যে বিশেষ সাড়া ফেলবে।

এদিকে, শাকিব খান অভিনীত সর্বশেষ সিনেমা ‘তাণ্ডব’ চলতি বছরের কোরবানির ঈদে মুক্তি পেয়েছে। এছাড়া তার আপকামিং সিনেমার মধ্যে রয়েছে ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’, যা পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। এটি আগামী বছরের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

শাকিবের আন্তর্জাতিক ব্র্যান্ডে অংশগ্রহণ ঢালিউড অভিনেতাদের আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপনার ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ মাধ্যমে তার ফ্যানবেস ও পেশাগত মর্যাদা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন