Ridge Bangla

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবে না: অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা কোনো অবস্থাতেই নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (৫ জুলাই) সকালে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘‘আইন অনুযায়ী, যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত হয়েছেন, তারা নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য। বিষয়টি আইনেই পরিষ্কারভাবে বলা আছে।’’

আওয়ামী লীগকে বর্তমানে ‘‘নিষিদ্ধ সংগঠন’’ হিসেবে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘‘এই নিষিদ্ধ সত্তাকে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করছে, তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবে।’’

রাজনীতিতে মতপার্থক্যকে স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ‘‘দেশে কোনো ফ্যাসিস্ট শক্তির পুনরুত্থানের সম্ভাবনা নেই। গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকবে।’’

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, ‘‘নতুন সংবিধান রচনা সম্ভব হলেও ১৯৭২ সালের সংবিধানটি মহান মুক্তিযুদ্ধের অর্জন। এটি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধানগুলোর একটি। এর বিতর্কিত সংশোধনাগুলো বাদ দিলে এটিকে সময়োপযোগী করা সম্ভব।’’

আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা কবে উঠবে—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘এটি সরকারের নীতিনির্ধারণী বিষয়। সিদ্ধান্ত সরকারের এখতিয়ারেই থাকবে।’’

তিনি আশাবাদ ব্যক্ত করেন, সব পক্ষ গণতান্ত্রিক প্রক্রিয়া ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

আরো পড়ুন