বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাসম্পন্ন আয়োজন কান চলচ্চিত্র উৎসব-এ দ্বিতীয়বারের মতো বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক খাদিজা পারভীন বর্ষা অতিথি হিসেবে অংশ নিতে যাচ্ছেন।
৭৮তম কান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১৩ মে, ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর কানে। এবারের আয়োজনের ‘World Women Cannes Agenda Discussion’ বিভাগে বিশেষ অতিথি হিসেবে বর্ষাকে আমন্ত্রণ জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ। এই বিভাগে নারীদের ভূমিকা, চলচ্চিত্রে তাদের অংশগ্রহণ ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা হবে।
ইতোমধ্যে উৎসব আয়োজকরা এই বিভাগের অংশগ্রহণকারী অতিথিদের তালিকা প্রকাশ করেছে। তালিকায় রয়েছেন ফরাসি অভিনেত্রী ইসাবেল, মারিয়ানি, নোরা আরমানী, এবং বাংলাদেশ থেকে বর্ষা।
বর্ষা জানিয়েছেন, ১৪ ও ১৫ মে অনুষ্ঠেয় আলোচনায় অংশ নিতে তিনি ১৩ মে কানে পৌঁছাবেন। নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন:
“বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা নিঃসন্দেহে সম্মানের। এই উৎসব শুধু ফ্যাশনের নয়, বরং চলচ্চিত্রশিল্প নিয়ে ভাবনারও। আমি চেষ্টা করব বাংলা চলচ্চিত্রের অবস্থান ও সম্ভাবনা তুলে ধরতে।”
এর আগে বর্ষা ২০২২ সালের ৭৫তম কান উৎসবেও অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন। এবার দ্বিতীয়বারের মতো অংশ নিতে পেরে তিনি খুবই উচ্ছ্বসিত বলে জানান।