মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার একটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ জানান, “এই ঘটনার পর আমি এবং আমার পুরো পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সরকারের হস্তক্ষেপ কামনা করছি।” তিনি দাবি করেন, ঢাকায় আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ‘ফ্যাসিস্ট হাসিনার মোটিফ’ নামে একটি প্রতীক নির্মাণে তার সম্পৃক্ততার অভিযোগ এনে এই হামলা চালানো হয়েছে। মানবেন্দ্র ঘোষ বলেন, “আমি শুধু বাঘের মোটিফ তৈরি করেছি, শেখ হাসিনার মুখের আদলে কোনো মোটিফ বানাইনি।”
ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে নানা উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগও উঠেছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে বিতাড়িত আওয়ামী লীগের সমর্থকেরা শিল্পীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে একাধিক মন্তব্য করেন বলে জানা গেছে।
এ বিষয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “এরা জানে না, বাংলাদেশের মানুষ জুলাইকে বুকে নিয়েই সামনে এগিয়ে যাচ্ছে। এই আক্রমণ প্রমাণ করে—জুলাই এখনো ওদের কাছে ভয়ংকর। জনগণের ঐক্যের সামনে তারা তুচ্ছ। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।”
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।”
তিনি আরও জানান, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করে আইজিপিকে পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে যেন দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা যায়।