Ridge Bangla

আদালত অবমাননায় শেখ হাসিনার ছয় মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার অভিযোগে বাংলাদেশের সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। সম্প্রতি তার দেওয়া “২২৭ জন হত্যার লাইসেন্স পেয়েছি” এই বিতর্কিত বক্তব্যের পর আদালত অবমাননার অভিযোগে এ রায় ঘোষণা করা হয়।

আদালত মনে করে, এই মন্তব্য দেশের বিচার ব্যবস্থার প্রতি অবমাননাকর এবং গুরুতর শাস্তিযোগ্য অপরাধের শামিল। আদালত রায়ে বলেন, “প্রত্যেক নাগরিকের বাকস্বাধীনতা থাকলেও তা বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন করার জন্য ব্যবহার করা যাবে না। এ ধরনের বক্তব্য শুধু আদালতের প্রতি অবমাননা নয়, বরং বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।”

এছাড়াও একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাসিন্দা শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলম (৪০) কে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, শাকিল আলম সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ওই বক্তব্যকে সমর্থন জানিয়ে বিভিন্ন অপপ্রচারে অংশ নেন। এতে আদালতের প্রতি চরম অসম্মান প্রদর্শিত হয়েছে বলে উল্লেখ করা হয় মামলার শুনানিতে।

আদালত এ রায়ে বলেন, “বিচারব্যবস্থাকে হেয় করে বক্তব্য দেওয়া কিংবা তাতে ইন্ধন জোগানো দেশের আইন ও সংবিধান পরিপন্থী। আদালতের মর্যাদা রক্ষা করতে এই শাস্তি অনিবার্য হয়ে দাঁড়িয়েছে।” এ বিষয়ে ট্রাইব্যুনাল জানায়, আদালতের আদেশ কেউ অমান্য করলে কিংবা বিচার ব্যবস্থার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করলে, সংবিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন