বলিউডে নতুন বিতর্ক শুরু হয়েছে। স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকার আর্থিক প্রতারণার অভিযোগ ওঠার পর হঠাৎই শিল্পা শেঠির নাম জড়িয়ে পড়েছে। এতে ক্ষুব্ধ শিল্পা শেঠি স্পষ্ট জানিয়েছেন, আর নীরবতা বজায় রাখবেন না। মিথ্যা অভিযোগ ছড়ালে সরাসরি আদালতের পথ বেছে নেবেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি টাকারও বেশি প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, এই অর্থ চারজন নায়িকার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, যার মধ্যে শিল্পা শেঠি, বিপাশা বসু ও নেহা ধুপিয়ার নাম উল্লেখ রয়েছে।
তবে শিল্পা শেঠির আইনজীবী এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, “আমার মক্কেল ১০ বছর আগে কোনো ১৫ কোটি টাকা লেনদেন করেননি। যারা এমন ভুল তথ্য ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব।”
আইনজীবী আরও জানান, “এই ধরনের ভুল খবর কোথা থেকে ছড়ানো হচ্ছে, আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। যেসব সংবাদমাধ্যম মিথ্যা তথ্য দিয়ে শিল্পা শেঠির মানহানি করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি মামলা করতে বাধ্য হব। যেহেতু মামলা বিচারাধীন, তাই এর বিস্তারিত এখন বলা সম্ভব নয়।”
এ বিষয়ে রাজ কুন্দ্রা বলেন, “আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে বলব। আমরা জীবনে কোনো ভুল কাজ করিনি এবং করবও না। সত্যিটা খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে।” শিল্পা শেঠির এই স্পষ্ট বার্তা থেকে বোঝা যাচ্ছে, মিথ্যা অভিযোগের মোকাবিলায় তিনি আদালতের সহায়তা নিতে প্রস্তুত।