Ridge Bangla

আদালতের নির্দেশে ইডেন ছাত্রীর সঙ্গে সঙ্গীতশিল্পী নোবেলের বিয়ে

ঢাকার একটি আদালত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল এবং তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা ইডেন কলেজের এক সাবেক শিক্ষার্থীর মধ্যে রেজিস্ট্রি বিয়ে সম্পাদনের নির্দেশ দিয়েছেন। উভয়ের সম্মতির ভিত্তিতে এই বিয়ে কারাগারে আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। বিয়ের পর আদালতকে বিষয়টি অবহিত করতেও বলা হয়েছে।

বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে নোবেলের আইনজীবী এই আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, একটি ভুল বোঝাবুঝির কারণে মামলাটি হয়েছিল এবং বর্তমানে বাদী ও আসামি বিবাহবন্ধনে আবদ্ধ হতে আগ্রহী। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।

এর আগে, গত ১৯ মে রাতে ঢাকার ডেমরা এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ইডেন কলেজের এক সাবেক ছাত্রীকে জোরপূর্বক আটকে রেখে ধর্ষণ করেন নোবেল এবং সেই ঘটনা ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০১৮ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে নোবেলের সঙ্গে বাদীর পরিচয় হয়। এরপর ২০২৪ সালের ১২ নভেম্বর তিনি বাদীকে নিজ বাসায় নিয়ে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করেন এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বাদীর পরিবার তাকে শনাক্ত করে এবং পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে।

বর্তমানে নোবেল কারাগারে আছেন এবং আদালতের নির্দেশ অনুযায়ী, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সেখানেই সম্পন্ন হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন