Ridge Bangla

আদানির বিদ্যুৎ বকেয়া ৪৩৭ মিলিয়ন ডলার পরিশোধ করলো বাংলাদেশ

ভারতের আদানি পাওয়ার থেকে আমদানিকৃত বিদ্যুতের বিপরীতে বাংলাদেশ ৪৩৭ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া পরিশোধ করেছে। নয়াদিল্লিভিত্তিক সংবাদ সংস্থা পিটিআই নিশ্চিত করেছে যে, এই পরিশোধের ফলে বিদ্যুৎ সঞ্চালন ব্যয়, চুক্তি অনুযায়ী ক্রয়মূল্য এবং অন্যান্য সব দেনা মিটে গেছে।

পিটিআই জানায়, ২০২৪ সালের জুন মাসে বাংলাদেশ এই পরিশোধ করে, যা এখন পর্যন্ত এককালীন সর্বোচ্চ পরিশোধ হিসেবে বিবেচিত হচ্ছে। এই অর্থপ্রদানের মাধ্যমে আদানি পাওয়ারের সঙ্গে সব ধরনের আর্থিক বিরোধ নিষ্পত্তি হয়েছে।

নয়াদিল্লির একটি সূত্রকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বাংলাদেশের আর কোনো বকেয়া নেই। বরং বাংলাদেশ এখন দুই মাসের বিল সমপরিমাণ এলসি খুলেছে এবং বকেয়া পরিশোধের নিশ্চয়তা হিসেবে সার্বভৌম গ্যারান্টিও দিয়েছে।

বকেয়া মিটিয়ে দেওয়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) অনুরোধ জানিয়েছে, আদানি পাওয়ার যেন ভারতের ঝাড়খণ্ডের গড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকেই নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চালু রাখে।

ভারতের আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত তিন-চার মাস ধরে বাংলাদেশ প্রতি মাসে ৯০ থেকে ১০০ মিলিয়ন ডলার করে পরিশোধ করে এসেছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ নভেম্বর আদানি পাওয়ারের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয়চুক্তি স্বাক্ষর করে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ। এই চুক্তির আওতায় আদানি গড্ডায় ২০০ কোটি ডলারের বিনিয়োগে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে।

সাম্প্রতিক অর্থনৈতিক চাপে আদানির কাছে বাংলাদেশের বকেয়া নিয়ে বিতর্ক তৈরি হলেও, এখন তা পুরোপুরি নিষ্পত্তি হয়েছে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন