Ridge Bangla

আড়িয়াল খাঁ নদী থেকে ছয়টি ড্রেজার জব্দ, আটক ৩

ফরিদপুর জেলার ভাঙ্গা ও সদরপুর উপজেলায় আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের যৌথ অভিযান চালানো হয়েছে। শনিবার (২২ জুন) গভীর রাত থেকে রোববার সকাল পর্যন্ত চলা অভিযানে ছয়টি ড্রেজার জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। দীর্ঘদিন ধরেই নদীটিতে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল, যা নদীর পরিবেশ ও স্থায়িত্বের জন্য হুমকি হয়ে উঠেছিল।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি। তিনি জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অংশগ্রহণে অভিযানটি পরিচালিত হয়। জব্দকৃত ড্রেজার ও আটককৃত তিনজনকে আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, “এই অভিযান স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়েছে। সরকারের নদী রক্ষায় কঠোর অবস্থানেরই বহিঃপ্রকাশ এটি।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন