ময়মনসিংহের তারাকান্দা ও ফুলপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার (২০ জুন) মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে এই দুটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রথম দুর্ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের রামচন্দ্রপুর এলাকায়। যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী ও এক কিশোর নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর সিএনজিচালক মোহাম্মদ আলমের মৃত্যু হয়। নিহত অপর দুজন হলেন জবেদা খাতুন (৮৫) ও রাকিবুল হাসান (১৫)।
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের ফুলপুর উপজেলার ইন্দারাপাড় এলাকায়। ঢাকাগামী একটি দ্রুতগতির বাসের সঙ্গে হালুয়াঘাটগামী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। আহতদের মধ্যে আরও তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ফুলপুরে নিহতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন: ফরিদ মিয়া (৩৮), জহর আলী (৭০), হাসিনা খাতুন (৫০), শামসুদ্দিন (৬৫) ও আজিম উদ্দিন (৩৫)। উভয় দুর্ঘটনায় সংশ্লিষ্ট যানবাহনের চালকরা দুর্ঘটনার পরপরই পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এদিকে, ফুলপুরে দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসে আগুন ধরিয়ে দেয় এবং কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।