আলোচিত মডেল ও অভিনেত্রী মেঘনা আলম জানিয়েছেন, সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দয়াইলানের সঙ্গে তার পরিচয় হয়েছিল প্রায় আট মাস আগে। এ বিষয়ে কোনো কিছু গোপন রাখেননি বলে দাবি করেছেন তিনি।
গতকাল (২ আগস্ট) এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেঘনা বলেন, “উনার সঙ্গে আমার সম্পর্কের কথা বন্ধু মহল জানতো। তিনি পরিচিত মুখ না হওয়ায় তখন কেউ গুরুত্ব দেয়নি। তবে এখন খবর হওয়ার পর মানুষ চিনেছে। আমি কিছু লুকাইনি, তিনিও কিছু গোপন করেননি।”
সম্পর্কের শুরু নিয়ে মেঘনা জানান, সৌদি রাষ্ট্রদূতের এক বন্ধু তাদের পরিচয় করিয়ে দেন। তিনি বলেন, “এটা কোনো রোমান্টিক পরিচয় ছিল না। আমি নারী অধিকার ও পরিবেশ নিয়ে কাজ করি। সৌদি আরবে নতুন শহর উন্নয়ন নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের পরিচয় হয়। এরপর সৌদির এক অনুষ্ঠানে প্রথমবার দেখা হয়। তখনই তিনি আমাকে পছন্দ করেন, যদিও আমি জানতাম না।”
মেঘনা আরও জানান, “অনুষ্ঠান শেষে আমি চলে যাই। এক সপ্তাহ পর তিনি আমার নম্বর খুঁজে যোগাযোগের চেষ্টা করেন। শুরুতে আমি সাড়া দিইনি। পরে তিনি আমার পরিচিতদের মাধ্যমে বারবার অনুরোধ করেন। এরপর কেবল একবার কফি ডেটের জন্য রাজি হই।”
কফি ডেটের প্রসঙ্গে মেঘনা বলেন, “সেই ডেটে তিনি আমার আঙুলে হীরার আংটি পরিয়ে দিয়ে বলেন, ‘আমি তোমাকে শ্রদ্ধা করি ও সারাজীবন দায়িত্ব নিতে চাই।’ তখন আমি আংটি ফিরিয়ে দিই। পরে আবারও অনুরোধের পর আমাদের সম্পর্ক এগোয়।”