অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ (মঙ্গলবার) বিকেলে সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৫টায় শুরু হবে এ বৈঠক। সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই আলোচনা রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংলাপের মাধ্যমে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির প্রচেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার।
এর আগে গত রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ওই বৈঠকে নির্বাচনকালীন সরকারের কার্যক্রম, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
আজকের বৈঠকে অংশ নেওয়া সাত দলের নেতারা নির্বাচনকেন্দ্রিক প্রস্তাব ও মতামত তুলে ধরবেন বলে জানা গেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও নির্বাচন ঘিরে সরকারের দৃষ্টিভঙ্গি ও প্রস্তুতি সম্পর্কে অবহিত করবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ধারাবাহিক এই সংলাপ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার ও জাতীয় নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক হবে। তবে আলোচনা থেকে কী ধরনের বাস্তবসম্মত সিদ্ধান্ত আসবে, তা নিয়ে কৌতূহল রয়েছে জনমনে।