Ridge Bangla

আজ সাত দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ (মঙ্গলবার) বিকেলে সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল ৫টায় শুরু হবে এ বৈঠক। সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই আলোচনা রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংলাপের মাধ্যমে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির প্রচেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার।

এর আগে গত রোববার বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ওই বৈঠকে নির্বাচনকালীন সরকারের কার্যক্রম, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

আজকের বৈঠকে অংশ নেওয়া সাত দলের নেতারা নির্বাচনকেন্দ্রিক প্রস্তাব ও মতামত তুলে ধরবেন বলে জানা গেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও নির্বাচন ঘিরে সরকারের দৃষ্টিভঙ্গি ও প্রস্তুতি সম্পর্কে অবহিত করবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ধারাবাহিক এই সংলাপ গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধার ও জাতীয় নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক হবে। তবে আলোচনা থেকে কী ধরনের বাস্তবসম্মত সিদ্ধান্ত আসবে, তা নিয়ে কৌতূহল রয়েছে জনমনে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন