টানা তিনটি টি–টোয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। সেই উজ্জ্বল আত্মবিশ্বাস নিয়েই আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টায় আবুধাবিতে মাঠে নামবে টাইগাররা। এশিয়া কাপের গ্রুপ-বি’র লড়াইয়ে প্রতিপক্ষ হংকং। শক্তিশালী পেস আক্রমণ আর আগ্রাসী ব্যাটিং ইউনিট দিয়ে শুরুটা রঙিন করতেই চায় লিটন, তাসকিনরা। তবে হংকংকে হেলাফেলা করছে না বাংলাদেশ।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ২০১৪ সালের সেই স্মৃতি এখনো টাটকা। চট্টগ্রামের মাটিতে এই হংকংয়ের কাছেই দুই উইকেটে হেরেছিল টাইগাররা। হংকংয়ের বর্তমান দলে রয়েছেন সেই দলেরই দুজন অভিজ্ঞ সেনানি। যদিও পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে এরপর থেকে মাত্র ১১টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের।
বাংলাদেশ দলের যেখানে আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচ, সেখানে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই হংকংয়ের সামনে। এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় হারের স্বাদ পেয়েছে দলটি। সেই অর্থে মানসিকভাবে কোণঠাসা হয়েই আজ বাংলাদেশের বিপক্ষে নামবে তারা। যদিও ঘুরেফিরে আলোচনায় উঠছে ১০ বছর আগের হংকংয়ের সেই জয়ের প্রসঙ্গ।
হংকং মূলত নির্ভর করছে তাদের কয়েকজন নির্দিষ্ট পারফর্মারের ওপর। অলরাউন্ডার নিয়াজাকত খান এবং ব্যাটার বাবর হায়াত থাকছেন নজরে। তাদের সামর্থ্য আছে বাংলাদেশের বোলিং আক্রমণকে চ্যালেঞ্জ জানানোর। তবে হংকংয়ের সবচেয়ে বড় ঘাটতি অভিজ্ঞতা, বিশেষ করে চাপের ম্যাচে সেটা স্পষ্ট হয়ে ওঠে।