Ridge Bangla

আজ থেকে শুরু হচ্ছে আলোচিত শচীন-অ্যান্ডারসন ট্রফির লড়াই

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে আজ (২১ জুন) লিডসে মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। হেডিংলির ঐতিহাসিক ইয়র্কশায়ার ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে প্রথম টেস্ট। এবারের সিরিজ বিশেষভাবে আলোচিত, কারণ প্রথমবারের মতো এটি আয়োজন করা হচ্ছে ‘শচীন-অ্যান্ডারসন ট্রফি’ নামে।

সিরিজ শুরুর আগে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই কিংবদন্তি—ভারতের শচীন টেন্ডুলকার ও ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। সিদ্ধান্ত অনুযায়ী, ভবিষ্যতে ভারত ও ইংল্যান্ডের সব টেস্ট সিরিজ এই ট্রফির নামেই অনুষ্ঠিত হবে।

এই টেস্টের মধ্য দিয়েই শুরু হচ্ছে ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। ভারত নতুন অধ্যায়ের সূচনা করছে শুভমান গিলের নেতৃত্বে, কারণ রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসরের পর এটিই তাদের প্রথম সিরিজ। অন্যদিকে, ইংল্যান্ডও চাইছে হোম সিরিজ জয় দিয়ে চ্যাম্পিয়নশিপের শুভসূচনা করতে।

পরিসংখ্যান বলছে:

  • দুই দল ১৩৬টি টেস্টে মুখোমুখি হয়েছে।

  • ইংল্যান্ড জয় পেয়েছে ৫১ ম্যাচে, ভারত ৩৬টিতে।

  • ড্র হয়েছে ৫০টি ম্যাচ।

  • ইংল্যান্ডের মাটিতে ভারতের জয় মাত্র ৯টি, হার ৩৬টি ম্যাচে।

তবে এবার শুভমান গিলের তরুণ নেতৃত্বে ভারত কি পারবে এই হিসাব উল্টে দিতে—তা দেখতে মুখিয়ে বিশ্ব ক্রিকেটপ্রেমীরা।

দুই দলের একাদশ

ভারত: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্ত (উইকেটকিপার), করুন নায়ার, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।
ইংল্যান্ড: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টাং, শোয়েব বাশির।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন