ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী সংলাপ। সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে এই সংলাপ অনুষ্ঠিত হবে। রোববার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা হবে। সংলাপের সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হবে ইসির অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য গণমাধ্যমকে জানান।
এর আগে ২৩ সেপ্টেম্বর ইসি সচিব আখতার আহমেদ বলেন, কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রথমে সুশীল সমাজ ও শিক্ষকদের নিয়ে সংলাপ শুরু হচ্ছে। এরপর ধারাবাহিকভাবে রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, নারী নেত্রী, গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষক সংস্থার সঙ্গে আলোচনা হবে। তিনি জানান, পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটিকে মাথায় রেখে সংলাপের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, ইতিমধ্যে ঘোষিত কর্মপরিকল্পনায় নিবন্ধিত রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নারী সমাজের প্রতিনিধি, গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক, নির্বাচন পর্যবেক্ষক ও আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা রয়েছে। সংলাপ শুরুর মাধ্যমে ইসি চায় নির্বাচনকে সবার অংশগ্রহণমূলক ও স্বচ্ছ করার একটি রূপরেখা তৈরি করতে। এক থেকে দেড় মাসের মধ্যে সব সংলাপ শেষ করার আশা করছে কমিশন।