Ridge Bangla

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ছয়টায় ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন। নির্বাচন কমিশন সূত্র জানায়, আগামী বছরের ৮ কিংবা ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ হতে পারে।

বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচন প্রস্তুতির সার্বিক অগ্রগতি তুলে ধরে কমিশন। পরে সিইসির ভাষণ রেকর্ড করা হয়। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, রাষ্ট্রপতিকে ভোটার তালিকা, ব্যালটের রং, ভোট গণনার পদ্ধতি ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনকে সুষ্ঠু ও অর্থবহ করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বাগেরহাটের একটি আসন নিয়ে আদালতের নির্দেশনা নির্বাচনী তফসিলে কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেন কমিশনার। তিনি বলেন, প্রয়োজন হলে সংশ্লিষ্ট আসনটি তফসিল থেকে বাদ দেওয়া হবে। বঙ্গভবন থেকে ফেরার পর ইসি সচিব আখতার আহমেদ জানান, জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। ‘আউট অব কান্ট্রি ভোটিং’ ও ‘ইন কান্ট্রি পোস্টাল ভোট’ ব্যবস্থা নিয়ে রাষ্ট্রপতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন এবং কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন। পাশাপাশি ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্তকেও তিনি যৌক্তিক বলেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন