Ridge Bangla

আজ জাকসু নির্বাচন উৎসবমুখর জাহাঙ্গীরনগর

দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও ২১টি হল সংসদের নির্বাচন। ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর এটি নবম নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। বহুল প্রতীক্ষিত এ নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাস এখন উৎসবের আমেজে ভরপুর।

নির্বাচনে অংশ নিচ্ছে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন ও বামপন্থী সংগঠনের সমর্থিত প্যানেলসহ স্বতন্ত্র প্রার্থীরা। প্রশাসন নির্বাচন সুষ্ঠু করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, জাকসুর ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন প্রার্থী। ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ৮ জন প্রার্থী রয়েছেন। প্রায় ১২ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন ২১টি কেন্দ্রে।

শেষ মুহূর্তে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া। অন্যদিকে আদালতের স্থগিতাদেশে অংশ নিতে পারছেন না ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী অমর্ত্য রায়। ভোট সুষ্ঠুভাবে সম্পন্নে ২১ জন অধ্যাপকের সমন্বয়ে গঠিত টিম কাজ করবে। নিরাপত্তায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়া ২২৪টি বুথে ভোটগ্রহণ হবে ব্যালট পেপারে টিক চিহ্নের মাধ্যমে।

হল সংসদ নির্বাচনে দুই হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হওয়ায় সেখানে শুধু কেন্দ্রীয় সংসদের ভোট অনুষ্ঠিত হবে। প্রার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে ডোপ টেস্ট। তবে ঘোষিত সময়ের মধ্যে ৫৬ জন প্রার্থী নমুনা জমা দেননি।

নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের উচ্ছ্বাস স্পষ্ট। ক্যাম্পাসে এখন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন