চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে শনিবার (১০ মে) বিকেল ৩টায় বিএনপির আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হয়। রোদের তীব্রতা উপেক্ষা করে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলসহ অংশগ্রহণ করেন। অনেকেই আগের রাতেই চট্টগ্রামে পৌঁছে যান সমাবেশে অংশ নিতে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী সরাসরি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।
চট্টগ্রাম মহানগরসহ বিভাগের অন্তর্গত ৯৯টি উপজেলার নেতাকর্মীরা মিছিল ও স্লোগানে পলোগ্রাউন্ড মাঠ মুখরিত করেন। সমাবেশ সফল করতে কেন্দ্রীয় নির্দেশনায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে বিভিন্ন প্রস্তুতি সভা ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দিপ্তী জানান, এক কোটি তরুণ ভোটারকে রাজনীতিতে সম্পৃক্ত করা এবং অর্থনীতি ও শিল্পখাতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই এই সমাবেশের মূল লক্ষ্য।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন উর রশিদ মামুন বলেন, “প্রচণ্ড গরমেও নেতাকর্মীদের এই উপস্থিতি প্রমাণ করে তারা দেশের ভবিষ্যৎ গঠনে অঙ্গীকারবদ্ধ।” তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে।