দেশের কিংবদন্তি নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরা এবার আজীবন সম্মাননায় ভূষিত হচ্ছেন। ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর এবারের আসরে তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হবে। আগামী ১৯ মে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছে, সংগীতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ফেরদৌস আরাকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে অনুভূতি জানিয়ে ফেরদৌস আরা বলেন, “এই সম্মাননা আমাকে আগামী দিনের কাজের অনুপ্রেরণা জোগাবে। আমাদের দেশে শুধুমাত্র সংগীতকে কেন্দ্র করে এমন আয়োজন খুব একটা দেখা যায় না। চ্যানেল আই যে ধারাবাহিকতায় সংগীতের বিভিন্ন শাখার শিল্পীদের স্বীকৃতি দিয়ে আসছে, তা আমাদের সংগীতাঙ্গনের জন্য একটি বড় ইতিবাচক উদ্যোগ।”
তিনি আরও বলেন, “এবার সেই আয়োজনে আমি আজীবন সম্মাননা পাচ্ছি—এটি আমার জন্য খুবই গর্বের এবং সম্মানের। আমি মনে করি, এই স্বীকৃতি আমার কাজে নতুন গতি নিয়ে আসবে।”
উল্লেখ্য, চলতি বছরেই ফেরদৌস আরা একুশে পদকে ভূষিত হন। সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ঘোষিত এই পুরস্কারে এবার ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়। গত ৬ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত তালিকায় ফেরদৌস আরার নাম ছিল অন্যতম।
বাংলাদেশে নজরুলসংগীত চর্চা ও প্রসারে অগ্রণী ভূমিকা পালনকারী শিল্পীদের মধ্যে ফেরদৌস আরা অন্যতম। তার গায়কী ও সংগীত সাধনা নজরুলসংগীতকে গণমানুষের কাছে জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।