Ridge Bangla

আছিয়া ধর্ষণ: ডিএনএ পরীক্ষায় অভিযুক্ত হিটু শেখের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে

ধর্ষণ

গত ৬ই মার্চ মাগুরায় ধর্ষণের শিকার হওয়া আছিয়ার ডিএনএ টেস্টের রিপোর্ট এসেছে প্রশাসনের হাতে। এতে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া প্রধান আসামি হিটু শেখের ডিএনএ টেস্টে ধর্ষণের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার রেঞ্জের ডিআইজি রেজাউল হক।

অন্য তিন আসামির ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত চলমান আছে। এর আগে শিশু আছিয়া ধর্ষণের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন প্রধান আসামি হিটু শেখ। গত ১৫ মার্চ মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় ওই আসামির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি রেকর্ড করেন।

উল্লেখ্য, গত ৬ই মার্চ মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে শিশু আছিয়া ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার হয়। এরপর রাতেই উদ্ধার করে অচেতন অবস্থায় মাগুরা আড়াইশ শয্যা হাসপাতালে নেওয়া হয়। অবস্থা ভালো না দেখে তখনি মাগুরা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে নেয়া হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

সেখানে থেকে সেদিনই সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় আনা হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। দুই দিন পর গত আট মার্চ তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচ এ নেওয়া হয়। এরপর ১৩ই মার্চ বৃহস্পতিবার শেষপর্যন্ত মৃত্যু হয় আছিয়ার।

আরো পড়ুন