আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণ বিধিমালার ২৯টি বিধি সংশোধনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত খসড়া চূড়ান্ত করার আগে সংস্থাটি নাগরিকদের কাছ থেকে সুচিন্তিত মতামত আহ্বান করেছে।
রোববার (২৯ জুন) ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব দেওয়ান মো. সারওয়ার জাহান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী, রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য ‘আচরণ বিধিমালা-২০২৫’ খসড়া প্রণয়ন করা হয়েছে। এটি চূড়ান্ত করার আগে সংশ্লিষ্ট সব পক্ষ এবং সচেতন নাগরিকদের মতামত আহ্বান করা হয়েছে।
খসড়াটি নির্বাচন কমিশন সচিবালয়ের ওয়েবসাইট (www.ecs.gov.bd)-এ প্রকাশ করা হয়েছে। আগ্রহী নাগরিকরা ১০ জুলাইয়ের মধ্যে লিখিতভাবে নির্বাচন কমিশন সচিব বরাবর মতামত পাঠাতে পারবেন। এছাড়া ইমেইলের মাধ্যমেও মতামত পাঠানো যাবে—ঠিকানা: opinion@ecs.gov.bd।
নির্বাচন কমিশন আশা করছে, নাগরিকদের অংশগ্রহণে একটি অধিকতর গ্রহণযোগ্য ও কার্যকর আচরণ বিধিমালা প্রণয়ন সম্ভব হবে।