Ridge Bangla

আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’, সহিংসতা আশঙ্কায় পুলিশের কড়া নজরদারি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির নেতাকর্মীরা গোপনে সক্রিয় থেকে সহিংসতার পরিকল্পনা করতে পারেন এমন আশঙ্কায় পুলিশ সারাদেশে আগামী ১১ দিনের জন্য ‘বিশেষ সতর্কতা’ জারি করেছে। পুলিশের বিশেষ শাখা (এসবি) জানায়, ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে।

সোমবার (২৮ জুলাই) এসবি দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে বিশেষ চিঠি পাঠিয়েছে। এতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, বিভাগীয় উপ-পুলিশ কমিশনার, এসবি, চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপারসহ সকল জেলা পুলিশ সুপারকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

এসবি’র চিঠিতে উল্লেখ করা হয়, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে দেশে ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন কর্মসূচি চলছে। এই সময়ে উসকানিমূলক প্রচারণা চালিয়ে নৈরাজ্য ও বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা রয়েছে।

পুলিশকে রাজনৈতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের তল্লাশি, সরকারি-বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার এবং সাইবার গোয়েন্দা কার্যক্রম আরও তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত বিশেষ অভিযান চালানো হবে।

বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, বিমানবন্দর এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। ব্যক্তিগত মোটরসাইকেল ও মাইক্রোবাসেও বাড়ানো হবে নজরদারি।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আওয়ামী লীগের দোসররা দেশ অস্থিতিশীল করতে চাচ্ছে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে রাজনৈতিক নৈরাজ্য তৈরির চেষ্টা চলছে—এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন