Ridge Bangla

আগামী মঙ্গলবার থেকে নতুন ডিজাইনের ১০০ টাকার নোট ইস্যু শুরু

বাংলাদেশ ব্যাংক ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোটের পর এবার ১০০ টাকার নতুন নোট বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মঙ্গলবার (১২ আগস্ট) থেকে দেশের বিভিন্ন ব্যাংক শাখা ও বাংলাদেশ ব্যাংকের অফিস থেকে এই নতুন নোট ইস্যু করা হবে। রোববার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালক নুরুন্নাহার স্বাক্ষরিত কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের নকশা অন্তর্ভুক্ত করে নতুন সিরিজের সব মূল্যমানের নোট তৈরি করছে। এই ধারাবাহিকতায় গভর্নর আহসান এইচ মনসুরের স্বাক্ষরযুক্ত ১০০ টাকার নতুন নোট বাজারে আনা হবে।

নতুন নোটের প্রথম ইস্যু আগামী ১২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে শুরু হবে। এরপর ধাপে ধাপে দেশের অন্যান্য অফিস ও ব্যাংক শাখাগুলোতেও এটি ছড়িয়ে পড়বে। নতুন ডিজাইনের নোটের মাধ্যমে নোটের নিরাপত্তা ও স্বীকৃতিসহ লেনদেন আরও সহজ ও সুরক্ষিত করার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, নতুন নোটে বাংলাদেশের ঐতিহ্যবাহী স্থাপত্য ও সাংস্কৃতিক ইতিহাসের প্রতিফলন ঘটানো হয়েছে, যা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে। এর সঙ্গে রয়েছে উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য, যা নোটের নকল ও জালিয়াতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। আগামী দিনে আরও মূল্যমানের নোট নতুন ডিজাইনে বাজারে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ব্যাংক জানিয়েছে। ব্যাংকের এই পদক্ষেপ নগদ লেনদেনকে আধুনিক ও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরো পড়ুন