বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনের ওপর দেশের অর্থনীতি এবং রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের একটি সুযোগ পেয়েছি। এখন আমরা মুক্ত বাতাসে নিশ্বাস নিতে পারি, স্বাধীনভাবে কথা বলতে পারি।
মির্জা ফখরুল মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বৈরাচারী শাসনের সময়ে বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। প্রায় ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, ২০ হাজার নেতা-কর্মী হত্যা করা হয়েছে এবং ১৭শ নেতাকর্মীকে গুম করা হয়েছে, যাদের এখনও কোনো হদিস পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক কর্মীরা অন্তত রাতে শান্তিতে ঘুমোতে পারছেন। নেতাকর্মীরা দীর্ঘ ১৫ বছর কারাগারে ছিলেন এবং মিথ্যা মামলায় সাজা পেয়েছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকেও মিথ্যা মামলায় দেশ থেকে নির্বাসিত করা হয়েছে, যার কারণে তিনি এখনও দেশে ফিরতে পারছেন না।
গণতন্ত্রের গুরুত্বে তিনি বলেন, গণতন্ত্রের বিকল্প নেই। অনেক মতামত থাকলে তা একত্রিত হয়ে দেশের উন্নয়ন নিশ্চিত করে। সংবাদকর্মীদের স্বাধীন ও বস্তুনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণঅভ্যুত্থানের ফলে আমরা সংবাদ পরিবেশনায় স্বাধীনতা পেয়েছি।
সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।