প্রায় তিন বছর পর আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় জাতীয় ক্রিকেট দল। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই বহুল প্রতীক্ষিত সিরিজের সূচি প্রকাশ করেছে।
সূচি অনুযায়ী, ১৩ আগস্ট ঢাকায় পা রাখবে ভারতীয় দল। ১৭ আগস্ট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ২০ আগস্ট একই ভেন্যুতে এবং তৃতীয় ওয়ানডে ২৩ আগস্ট চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
চট্টগ্রামেই ২৬ আগস্ট হবে প্রথম টি-টোয়েন্টি। এরপর দুই দল ঢাকায় ফিরে ২৯ ও ৩১ আগস্ট মিরপুরে খেলবে সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি। সফর শেষে ১ সেপ্টেম্বর ঢাকাছাড়বে ভারতীয় দল।
এটি হবে ভারতের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশে। আগেও বাংলাদেশে একাধিকবার টেস্ট ও ওয়ানডে সিরিজে মুখোমুখি হলেও টি-টোয়েন্টিতে এবারই প্রথমবারের মতো আলাদা সিরিজ খেলবে দুই দল।
এ প্রসঙ্গে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, “এই সিরিজটি আমাদের হোম ক্যালেন্ডারের অন্যতম রোমাঞ্চকর ও বহুল প্রতীক্ষিত আয়োজন। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত প্রতিটি ফরম্যাটেই দারুণ খেলে, ফলে এটি দুই দেশের কোটি ক্রিকেটভক্তের জন্য বিশেষ কিছু হয়ে উঠবে।”
উল্লেখযোগ্যভাবে, ভারতের বিপক্ষে সবশেষ দুটি ওয়ানডে সিরিজেই জয় পেয়েছে বাংলাদেশ। ২০২২ সালে লিটনের নেতৃত্বে ও ২০১৫ সালে মাশরাফির নেতৃত্বে ২-১ ব্যবধানে জয় পায় টাইগাররা।
বাংলাদেশ-ভারত সিরিজের সূচি
ওয়ানডে সিরিজ
- প্রথম ওয়ানডে: ১৭ আগস্ট, মিরপুর
- দ্বিতীয় ওয়ানডে: ২০ আগস্ট, মিরপুর
- তৃতীয় ওয়ানডে: ২৩ আগস্ট, চট্টগ্রাম
টি-টোয়েন্টি সিরিজ
- প্রথম টি-টোয়েন্টি: ২৬ আগস্ট, চট্টগ্রাম
- দ্বিতীয় টি-টোয়েন্টি: ২৯ আগস্ট, মিরপুর
- তৃতীয় টি-টোয়েন্টি: ৩১ আগস্ট, মিরপুর