Ridge Bangla

আখাউড়ায় সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ জন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত সীমান্তবর্তী সেনারবাদী গ্রামে যৌথ মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে তিনজন একই পরিবারের ভাই-বোন। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মোবাইল ফোন, ল্যাপটপ ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

বুধবার (২৫ জুন) বিকেলে মোগড়া ইউনিয়নের সেনারবাদী গ্রামে এই অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ দল।

অভিযানে গ্রেপ্তার হন জাহের মিয়ার ছেলে মোর্শেদ মিয়া, ইদন মিয়া, তাদের বোন আইমন আক্তার, ফারুক মিয়ার ছেলে জনি মিয়া এবং কালু মিয়ার স্ত্রী স্বপ্না বেগম। অভিযানের সময় কালু মিয়া পালিয়ে যান।

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, অভিযানে সাড়ে তিন হাজার পিস ইয়াবা, ৬০০ পিস ট্যাপেনাডল, ৩২টি মোবাইল ফোন, দুটি ল্যাপটপ এবং মাদক বিক্রির নগদ ২১ হাজার টাকা জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, “অভিযানের সময় আমাদের ওপর হামলার চেষ্টা হয়েছিল, তবে তা প্রতিহত করা হয়েছে। পালিয়ে যাওয়া কালু মিয়াকেও মামলায় অন্তর্ভুক্ত করা হবে।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আখাউড়া থানার পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রশাসন জানিয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্তদের বাড়িটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। তারা এই অভিযানকে স্বাগত জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫২

আরো পড়ুন