Ridge Bangla

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা

আওয়ামী লীগের ওপর আরোপিত কার্যক্রম নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বুধবার (১ অক্টোবর) বরিশাল নগরীর শংকর মঠ পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, “যখন কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন প্রশ্ন ওঠে সেটি সাময়িক নাকি স্থায়ী। আওয়ামী লীগের ক্ষেত্রে আমি মনে করি নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই।” তিনি আরও বলেন, সরকারের এই সিদ্ধান্ত বিবেচনা করে নেয়া হয়েছে এবং শিগগিরই তা পরিবর্তনের কোনো সুযোগ নেই।

এ সময় বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আইন উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি স্পষ্ট করেন, “সরকার নির্ধারিত সময়েই নির্বাচন করবে, কোনো ধরনের চাপ বা বিভ্রান্তি সৃষ্টি করে তা ব্যাহত করা যাবে না।” অশান্ত পাহাড় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, “পাহাড়কে যারা অশান্ত করার চেষ্টা করবে, সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। পাহাড়ে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

এ সময় স্থানীয় প্রশাসন ও পূজা মণ্ডপের আয়োজকরা উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টার বক্তব্যে স্পষ্ট হয়, অন্তর্বর্তী সরকারের অবস্থান থেকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার এখনই সম্ভব নয়, বরং নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনই সরকারের মূল অগ্রাধিকার।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২২

আরো পড়ুন