Ridge Bangla

আওয়ামী নেতাদের দমন-পীড়ন এজিদ বাহিনীর মতোই: তারেক রহমান

পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “১০ মহররম ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এক স্মরণীয় ও ঘটনাবহুল দিন। এই দিনটি অন্যায়-অবিচারের বিরুদ্ধে সংগ্রামের মহান উদাহরণ। কারবালার প্রান্তরে মহানবী (সা.)-এর দৌহিত্র ইমাম হোসেন (রা.) যে আত্মত্যাগ করেছিলেন, তা চিরকাল নিপীড়িত মানুষকে জাগ্রত করে আসছে।”

শনিবার (৫ জুলাই) দেওয়া ওই বাণীতে তারেক রহমান বলেন, “ইমাম হোসেন (রা.)-এর শাহাদাত অন্যায়, নিপীড়ন ও অত্যাচারের বিরুদ্ধে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার এক নজিরবিহীন আদর্শিক সংগ্রাম। তিনি ও তাঁর সঙ্গীরা ক্ষমতার মোহে অন্ধ হয়ে ইনসাফকে পদদলিত করা জালিমদের বিরুদ্ধে জীবন উৎসর্গ করেছিলেন।”

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, “গত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ভুয়া নির্বাচন, ভোটাধিকার হরণ, গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা, টাকা পাচার, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করা ও সুচিকিৎসা থেকে বঞ্চিত করার মাধ্যমে ভয়াবহ জুলুম কায়েম করেছে। তাদের পৈশাচিক দমন-পীড়ন ছিল এজিদ বাহিনীর সমতুল্য।”

তিনি আরও বলেন, “কারবালার ঘটনা আমাদের শিক্ষা দেয়, অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে। যতদিন দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা না হবে, ততদিন আমাদের লড়াই চলবে। যেন আর কোনোদিন অত্যাচারীর পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য ইমাম বাহিনীর চেতনা আমাদের প্রেরণা জোগাবে।”

বাণীর শেষে তারেক রহমান আশুরার এই দিনে ইমাম হোসেন (রা.) ও কারবালার শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশবাসীকে ন্যায়ের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন