বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “আওয়ামী লীগের দোসররা সংস্কার কমিশনে গিয়ে বড় বড় কথা বলছে। যারা নির্বাচনে প্রার্থী হলে জামানত হারাবে, তারাই এখন সংখ্যানুপাতিক বা আনুপাতিক নির্বাচন চায়।” শনিবার (৫ জুলাই) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা যখন বিচারের ও সঠিক সংস্কারের কথা বলি, তখন কিছু লোক বলেন, আমরা বিচার বিলম্বিত করতে চাই, নির্বাচন নির্বাচন করি। অথচ এসবই বলছে তারা, যারা নির্বাচনে জামানত হারায়। তারা কি জানে, আনুপাতিক নির্বাচন কী? শুধু আওয়ামী লীগকে খুশি করতে এসব বয়ান দিচ্ছে।”
বিএনপির এই নেতা আরও বলেন, “চেতনার কথা শেখ মুজিব ও শেখ হাসিনা বলতেন। সেই চেতনা নিয়ে এখন ব্যবসা করছেন তারা। মনে রাখতে হবে, জুলাই আন্দোলন শুধু তাদের একার নয়, বিএনপির নেতাকর্মীদেরও রক্ত-ঘাম মিশে আছে।”
সালাহউদ্দিন বলেন, “কয়েকদিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের দোসররা সমাবেশ করে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক নির্বাচন চাইল। যারা একসময় হাসিনাকে হাতপাখা দিয়ে বাতাস করেছে, তারাও আজ সংস্কার কমিশনে বড় বড় কথা বলে, আর সন্ধ্যায় খেয়ে-দেয়ে চলে যায়।”
তিনি আরও বলেন, “সংস্কার ও বিচারের নামে সময়ক্ষেপণ করে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার স্বপ্ন যারা দেখছে, তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নই হয়ে থাকবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে আবারও আন্দোলন হবে।”
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরী। সমাবেশে আরও বক্তব্য দেন গয়েশ্বর চন্দ্র রায়, হাবিব উন নবী খান সোহেল, শামা ওবায়েদ, আজিজুল বারী হেলাল, মোকাররম হোসেন সাজ্জাদ, মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।