জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সবসময় সরব থাকেন। ভক্তদের সঙ্গে নানা মুহূর্ত ভাগ করে নেওয়ার অভ্যাস রয়েছে তার। সম্প্রতি নতুন আইফোন ১৭ হাতে পাওয়ার আনন্দ তিনি প্রকাশ করেছেন ফেসবুক ও ইনস্টাগ্রামে।
ছবিতে দেখা যায়, সোফায় আরাম করে বসে আছেন ফারিণ। পরনে কালো টপ ও প্রিন্টেড স্কার্ট, খোলা চুলে মুখভরা মিষ্টি হাসি। হাতে ধরা নতুন আইফোন ১৭। ছবির ক্যাপশনে তিনি শুধু একটি শব্দ লিখেছেন—“পেয়েছি।” যদিও কথাটি ছোট, তবে ভক্ত-অনুরাগীদের মাঝে তা বড় উত্তেজনা তৈরি করেছে।
ছবিটি পোস্ট হওয়ার পরপরই মন্তব্যের ঝড় ওঠে। এক ভক্ত লিখেছেন, “মাশাআল্লাহ, হাসিটা অনেক সুন্দর।” আরেকজন মজা করে মন্তব্য করেন, “টাকা নেই বলে আজ কিনতে পারলাম না।” এমন অসংখ্য প্রতিক্রিয়া জমা হচ্ছে তার পোস্টের নিচে।
তাসনিয়া ফারিণের ভক্তরা জানেন, তিনি শুধু অভিনয়ে নয়, ব্যক্তিত্ব ও সরলতাতেও মন জয় করেন। নতুন আইফোন হাতে তার হাসি যেন ভক্তদের কাছে এক বিশেষ মুহূর্ত হয়ে উঠেছে।
উল্লেখ্য, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তাসনিয়া ফারিণের। মায়ের ইচ্ছাতেই তিনি অভিনয় শুরু করেছিলেন। ২০১৮ সালে বিকাশের বিজ্ঞাপনে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে কাজ করে আলোচনায় আসেন তিনি। একই বছরে ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া নাটক ‘এক্স বয়ফ্রেন্ড’ তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি। এরপর থেকে একের পর এক কাজ করে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন এই তরুণী।